হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে দাদন ব্যবসায়ীর আঘাতে প্রধান শিক্ষক নিহত

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীর আঘাতে মো. শাহাজুল ইসলাম (৬০) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুরের তাহেরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার নিহতের বড় ছেলে মো. এস এম শিবলী সাদিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহাজুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার ছেলে মো. সায়েম সাদিক (২৭) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্থানীয় নাজনিন আক্তারের (৩০) কাছ থেকে সুদে টাকা নেন শিক্ষক শাহাজুল ইসলাম। টাকা আদায়কে কেন্দ্র করে শুক্রবার রাতে তাহেরগঞ্জ বাজারে শাহাজুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাজনিন। একপর্যায়ে নাজনিনের স্বামী মো. রনি (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে শাহাজুল ইসলাম ও তার ছেলে সায়েম সাদিকের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সায়েম সাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোহেল রানা জানান, বাজারে হট্টগোল দেখে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ রনি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড