হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে দাদন ব্যবসায়ীর আঘাতে প্রধান শিক্ষক নিহত

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ীর আঘাতে মো. শাহাজুল ইসলাম (৬০) নামের এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পূর্ব জয়দেবপুরের তাহেরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আজ শনিবার নিহতের বড় ছেলে মো. এস এম শিবলী সাদিক বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাহাজুল ইসলাম উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। এ ঘটনায় তার ছেলে মো. সায়েম সাদিক (২৭) আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্থানীয় নাজনিন আক্তারের (৩০) কাছ থেকে সুদে টাকা নেন শিক্ষক শাহাজুল ইসলাম। টাকা আদায়কে কেন্দ্র করে শুক্রবার রাতে তাহেরগঞ্জ বাজারে শাহাজুল ইসলামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাজনিন। একপর্যায়ে নাজনিনের স্বামী মো. রনি (৩৫) দেশীয় অস্ত্র দিয়ে শাহাজুল ইসলাম ও তার ছেলে সায়েম সাদিকের ওপর হামলা চালান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত সায়েম সাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোহেল রানা জানান, বাজারে হট্টগোল দেখে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ রনি মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও গ্রেপ্তার করা হবে।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড