হোম > সারা দেশ > দিনাজপুর

স্বামীর হাত থেকে বিষের বোতল কেড়ে নিয়ে স্ত্রীরও আত্মহত্যার চেষ্টা 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে স্বামীর পান করা বিষ কেড়ে নিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন লাকী (৩০) নামের এক গৃহবধূ। তিনি বিরামপুরের দেশমা গ্রামের রফিকুল ইসলামের (৩৫) স্ত্রী। আজ শনিবার ঈদের দিন সকাল ৯টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের কারণে এই দম্পতি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এখন স্বামী-স্ত্রী দুজনেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রফিকুল ইসলাম ১৪ বছর আগে লাকীকে বিয়ে করেন। তাঁদের একটি ছেলে ও মেয়ে রয়েছে। ছয় মাস আগে রফিকুল ইসলাম অন্যত্র বিয়ে করেছেন বলে জানতে পারেন লাকী। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই কলহ হতো। আজ (শনিবার) ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুলের সঙ্গে একই কারণে লাকীর কলহ শুরু হয়।

একপর্যায়ে ঘরে থাকা ধানখেতে প্রয়োগের বিষ (কীটনাশক) পানে আত্মহত্যার চেষ্টা করেন রফিকুল। বিষয়টি বুঝতে পেরে স্বামীর হাত থেকে ওই বিষের বোতল কেড়ে নিয়ে নিজেও পান করেন লাকী। পরে রফিকুলের মা রশিদা বেগম প্রতিবেশীদের সহায়তায় দুজনকেই ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

এ নিয়ে রফিকুলের মা রশিদা বেগম বলেন, ‘রফিকুলের দ্বিতীয় বিয়ে নিয়ে আজ সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রফিকুল ঘরে থাকা বিষ পান করে। বিষয়টি আমি টের পেয়ে তার কাছ থেকে বিষের বোতল কেড়ে নিয়ে বউমা লাকীকে ফেলে দেওয়ার জন্য দিই। এ সময় রফিকুলকে বমি করতে দেখে লাকীও ওই বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ