লালমনিরহাটের পাটগ্রামে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে রাব্বি হোসেন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে পাটগ্রাম বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রাব্বির বাড়ি পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় এলাকায়। তাঁর পিতার নাম আলী হোসেন।
স্থানীয়রা ও থানা-পুলিশ জানায়, শুক্রবার রাতে রাব্বি পাটগ্রাম বাজার থেকে মোটরসাইকেলে চার বন্ধুকে নিয়ে পাটগ্রাম-বুড়িমারী বাইপাস সড়ক হয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পাটগ্রাম ইউনিয়নের রাজারহাট নামক সড়ক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে দ্রুতগতির মোটরসাইকেলটি ধাক্কা খায়।
এতে রাব্বির মাথা ও বুকে আঘাত লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে (রাব্বিকে) মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।