হোম > সারা দেশ > দিনাজপুর

১৮ বছর ধরে জব্দকৃত ৫০ ট্রাক পণ্য ধ্বংস করল হিলি কাস্টমস

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের গুদামে ১৮ বছর ধরে জমে থাকা বিভিন্ন সংস্থার জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুরে কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে হিলির জালালপুর শ্মশানের পার্শ্বে মাটি খুঁড়ে এ সব পণ্যে আগুন লাগিয়ে দিয়ে ধ্বংস করা হয়।

হিলি কাস্টমস কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৪ সাল থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত ৬ হাজার ৫৫টি মামলার বিপরীতে থাকা সার, কীটনাশক, পাটের বীজ, ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, কসমেটিক, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্যসহ ৫০ ট্রাক পণ্য ধ্বংস করা হয়েছে। এ সময় সেখানে হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার বায়জিদ হোসেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক ছামিউল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক শাহ নেওয়াজ, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক উপেন্দ্রনাথ হালদারসহ অনেকে উপস্থিত ছিলেন।

হিলি কাস্টমসের উপকমিশনার বায়জিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন থেকে এসব মালামাল হিলি কাস্টমস গোডাউনে জমা ছিল। মালামালগুলো ধ্বংস করার জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তারা মালামালগুলো ধ্বংস করলেন। কত টাকার মালামাল তাঁরা ধ্বংস করেছেন সে বিষয়ে তারা এখনো অ্যাসেসমেন্ট করেননি। তবে সব মিলিয়ে প্রায় ৫০ ট্রাক পণ্য হবে।’

ধ্বংসকৃত পণ্যের মধ্যে ভারতীয় বিভিন্ন ধরনের ট্যাবলেট, মেয়াদোত্তীর্ণ পাটের বীজ, কসমেটিক, সারসহ বিভিন্ন খাদ্যদ্রব্য রয়েছে বলেও জানান কাস্টমস কর্মকর্তা বায়জিদ হোসেন।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ