হোম > সারা দেশ > রংপুর

ভরে গেছে রংপুর জিলা স্কুল মাঠ, সড়কেও মানুষের ঢল 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল মেনেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে মানুষ জনসভায় আসার শুরু করেছেন। আজ বুধবার বিকেল তিনটায় জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। কিন্তু দুপুর ১২টার আগে জনসভার মাঠ নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢলে ভরাট হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, এখনো উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষ জনসভায় আসছেন। মাঠ ভরাট হওয়ায় অবস্থান নিচ্ছেন নগরীর বিভিন্ন সড়কে। তাঁরা প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার অপেক্ষা করছেন তারা।

কয়েক দিন ধরে দলের উচ্চপর্যায়ের নেতারা বলেছিলেন, প্রধানমন্ত্রী রংপুরের জন্য চমক নিয়ে আসছেন। সেই চমকটি কী সেটিই প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার অধীর আগ্রহে অবস্থান করছে উত্তরের মানুষ।

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করেছে। ১০ লাখ টার্গেট নিয়ে নেতারা কয়েক দিন ধরে কাজ করছেন।

জনসভায় আসা অন্তত ২০ জন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এসেছেন প্রধানমন্ত্রীর মুখ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা শুনতে। মূলত এটাই হতে পারে প্রধানমন্ত্রীর চমক।

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য সায়েদুল হক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে উত্তরের ২ কোটি মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছি। আশা করি প্রধানমন্ত্রী আজ আমাদের দাবি মেনে নেবেন।’

তিনি বলেন, ‘আমরা অপেক্ষায় আছি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার জন্য।’

তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিলে এই জনসভায় আসা মানুষদের মুখে হাসি ফুটে উঠবে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড