রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় মানুষের ঢল মেনেছে। গতকাল মঙ্গলবার রাত থেকে মানুষ জনসভায় আসার শুরু করেছেন। আজ বুধবার বিকেল তিনটায় জনসভায় উপস্থিত হবেন প্রধানমন্ত্রী। কিন্তু দুপুর ১২টার আগে জনসভার মাঠ নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢলে ভরাট হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, এখনো উত্তরের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষ জনসভায় আসছেন। মাঠ ভরাট হওয়ায় অবস্থান নিচ্ছেন নগরীর বিভিন্ন সড়কে। তাঁরা প্রধানমন্ত্রীর বক্তৃতা শোনার অপেক্ষা করছেন তারা।
কয়েক দিন ধরে দলের উচ্চপর্যায়ের নেতারা বলেছিলেন, প্রধানমন্ত্রী রংপুরের জন্য চমক নিয়ে আসছেন। সেই চমকটি কী সেটিই প্রধানমন্ত্রীর মুখ থেকে শোনার অধীর আগ্রহে অবস্থান করছে উত্তরের মানুষ।
জনসভায় আসা অন্তত ২০ জন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এসেছেন প্রধানমন্ত্রীর মুখ থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা শুনতে। মূলত এটাই হতে পারে প্রধানমন্ত্রীর চমক।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সদস্য সায়েদুল হক বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে উত্তরের ২ কোটি মানুষের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসছি। আশা করি প্রধানমন্ত্রী আজ আমাদের দাবি মেনে নেবেন।’
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিলে এই জনসভায় আসা মানুষদের মুখে হাসি ফুটে উঠবে।’