হোম > সারা দেশ > রংপুর

দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা: মোটরসাইকেলে থাকা তিন শিক্ষার্থীই মারা গেছেন

­­­নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর সবাই মারা গেছেন। ছবি : আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় দাঁড়িয়ে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন শিক্ষার্থীর সবাই মারা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনার পর রাতেই দুজনের মৃত্যু হয় এবং আজ (বুধবার) সকালে মারা যায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি থাকা আরেকজন। দুর্ঘটনাটি ঘটে পত্নীতলার পার্বতীপুর মোড়ে, মহাদেবপুর-পত্নীতলা আঞ্চলিক সড়কে।

নিহত তিন শিক্ষার্থী হলো নওগাঁর মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার সুনিবির আশরাফ (১৭), হৃদয় হোসেন (১৭) ও সাদনান সাকিব (১৭)। তারা তিনজনই বন্ধু এবং একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে নজিপুর বাজারে ঘুরতে যায়। সেখান থেকে ফেরার পথে সন্ধ্যায় পার্বতীপুর মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা খায় তাদের মোটরসাইকেলটি।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুনিবির আশরাফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় ও সাদনানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই হৃদয়ের মৃত্যু হয়।

আজ বুধবার সকালে রাজশাহীতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাদনান সাকিব। তিন বন্ধুর একসঙ্গে এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মহাদেবপুরের মাস্টারপাড়ায়।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘ওই তিন শিক্ষার্থীর বাড়ি মহাদেবপুরে। সড়ক দুর্ঘটনায় রাতে দুজনের মৃত্যু হয় এবং একজন আহত হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই শিক্ষার্থীও মারা গেছে।’

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, ‘বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ওই বাসের পেছনে গিয়ে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। ঘটনার পর একজন ঘটনাস্থলেই মারা যায়। বাকিদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার