হোম > সারা দেশ > রংপুর

স্কুলের অফিস সহায়ক পদে থেকে ছাত্রলীগের সভাপতি!

কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি

নজরুল ইসলাম (২৭) অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ২০২২ সালে তিনি কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া ভবেশ আদর্শ স্কুলের অফিস সহায়ক (এমএলএসএস) পদে যোগ দেন। শুধু তা-ই নয়, একই বছরে তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতিও হন। বিষয়টি এত দিন গোপন থাকলেও সম্প্রতি এটি জানাজানি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নজরুল নিয়োগের সময় তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য দেননি। নিয়োগের বছর ও এমপিও কার্যকর সম্পর্কে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন। পরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জানা যায়, ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ (গ) ধারামতে, বিবাহিত, ব্যবসায়ী ও চাকরিতে নিয়োজিত কোনো ছাত্রছাত্রী ছাত্রলীগের পদে থাকার নিয়ম নেই। কিন্তু ২০২২ সালের নভেম্বর মাসে নজরুল ইসলামকে সভাপতি ও মঈনুর রশিদ নোমানকে সাধারণ সম্পাদক করে উলিপুর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে কথা বলতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। আমি এখন ব্যস্ত আছি। আপনার চায়ের দাওয়াত থাকল। কিছু জানার থাকলে চা খেতে খেতে কথা বলা যাবে।’

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, ‘কয়েক দিন আগে সভাপতির বিরুদ্ধে চাকরিরত থাকার অভিযোগ শুনেছিলাম। তবে আমি নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলা হয়নি।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘চাকরিরত কেউ ছাত্রলীগ করতে পারে না। এটা গঠনতন্ত্রবিরোধী। নজরুলের বিষয়টি আমার জানা নেই। চাকরিরত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু বলেন, ‘ছাত্রলীগের সভাপতি বিদ্যালয়ে কর্মরত আছেন বলে সম্প্রতি জানতে পেরেছি। তিনি চাকরির বিষয়টি গোপন রেখে সভাপতির দায়িত্ব পালন করছেন। গঠনতন্ত্র অনুযায়ী তার ছাত্রলীগের থাকার অধিকার নেই।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত