হোম > সারা দেশ > দিনাজপুর

শেষ মুহূর্তে সরস্বতী প্রতিমায় রংতুলির আঁচড়, পাকেরহাটে প্রতিমা বিক্রির হাট

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। আগামী বৃহস্পতিবার সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি ও রংতুলির আঁচড় শেষে এখন পুরোদমে প্রতিমা বিক্রি শুরু হয়েছে। এই প্রতিমা কেনাবেচা চলবে পূজা শুরু হওয়া পর্যন্ত।

আজ মঙ্গলবার বিকেলে খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটের গ্রোয়ার্স মার্কেট এলাকায় দেখা যায়, ধর্ম দেব আর্টে অস্থায়ী প্রতিমার হাটে শেষ মুহূর্তের রং করা ও প্রতিমা তৈরি করছেন কারিগরেরা। প্রতিটি প্রতিমা আকারভেদে ৬০০ থেকে ২৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। 

পাকেরহাট ছাড়াও উপজেলার কয়েকটি কুমারপাড়ায় চলছে প্রতিমা তৈরি ও বিক্রি। 

পাকেরহাট গ্রোয়ার্স মার্কেট এলাকার প্রতিমা তৈরির কারিগর ধর্ম দেব রায় আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিমা তৈরি উপকরণ বাঁশ, কাঠ, ছন ও রঙের দাম বেড়ে যাওয়ায় প্রতিমার দাম বেশি। এতেও প্রতিমা বিক্রির পরিমাণ কিন্তু কমেনি। এই পূজা উপলক্ষে প্রতিমা তৈরি ও বিক্রি করে বাড়তি আয় হয়।’ 

প্রতিমা কিনতে আসা তন্ময়ী রায় নামে এক শিক্ষার্থী আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিবছরের এবারও বাড়িতে সরস্বতীপূজা উদ্‌যাপন করব। তাই হাঁটে এসেছি পছন্দের প্রতিমা কিনতে। তবে গতবারের চেয়ে এবার একটু দাম বেশি। তবু বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে আমাদের আয়োজনের কমতি নেই।’ 

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস আজকের পত্রিকাকে বলেন, ‘এই পূজা শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পালন করা হয়। তবু পূজা ও পূজারিদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে আমরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছি।’

খানসামা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদ ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা পালনের লক্ষ্যে থানা-পুলিশ প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সঙ্গে পূজারিদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, পূজা সম্পন্ন করেই যেন প্রতিমা বিসর্জন করেন তাঁরা।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ