হোম > সারা দেশ > কুড়িগ্রাম

উলিপুরে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে। উপজেলার থেতরাই ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। 

গ্রেপ্তার ব্যক্তির নাম বাবলু ওরফে বাবু মিয়া (২৬)। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের ওই গৃহবধূ (২৭) শিশুসন্তান নিয়ে বাড়িতে একা থাকেন। তাঁর স্বামীর কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। প্রতিবেশী বাবু মিয়াসহ কয়েকজন যুবক প্রায় সময় ওই গৃহবধূকে নানা ধরনের কুপ্রস্তাব দিতেন। 

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাঁরা বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার দিন গত ১০ ফেব্রুয়ারি রাতে শিশুসন্তান ঘুমিয়ে পড়লে টিউবওয়েলের পানি নিতে গেলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন যুবক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেন। এরপর যুবকেরা যাওয়ার সময় বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দিয়ে চলে যান। 

একপর্যায়ে গৃহবধূ তাঁর মা, মামি ও স্বামীকে বিষয়টি অবগত করেন। পরবর্তী সময় গৃহবধূ নিরাপত্তার ভয়ে ঢাকায় গিয়ে স্বামীর সঙ্গে কিছুদিন থেকে বাড়িতে ফিরে আসেন। 

এ ঘটনায় গতকাল শনিবার রাতে ওই গৃহবধূ বাদী হয়ে বাবু মিয়াসহ চারজনকে আসামি করে থানায় মামলা করেন। এরপর থানা-পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বাবু মিয়াকে গ্রেপ্তার করে। 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামি বাবু মিয়া আজ বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ