হোম > সারা দেশ > রংপুর

নদী খুঁড়তে গিয়ে পাওয়া গেল মানুষের কঙ্কাল

রংপুর প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জ উপজেলায় নদী পুনঃখননের সময় মাটির নিচ থেকে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের নাওগাড়া এলাকায় ঘৃনই নদী থেকে ওই হাড় ও মাথার খুলি উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে ঘৃনই নদীর পুনঃখনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) । গতকাল শনিবার বিকেলে নাওগাড়া এলাকায় এক্সকাভেটর দিয়ে খনন কাজ চলছিল। এ সময় হঠাৎ মানুষের হাড়গোড় বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে বদরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা নুর আলম সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে সেগুলো কত দিন আগের তাৎক্ষণিকভাবে তা অনুমান করা যায়নি।

নুর আলম সিদ্দিক জানান, হাড়গুলো দেখে মনে হয়েছে এগুলো অনেক আগের। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে উদ্ধারস্থলে কখনো কবরস্থানও ছিল না। কেউ কেউ বলছেন, কঙ্কালগুলো হয়তো মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা। তবে এখন পর্যন্ত কারও অভিযোগ পাওয়া যায়নি। 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, হাড়গোড়গুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো সেখানে সংরক্ষণ করা হবে। ডিএনএ পরীক্ষাও করা হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে তা মেলানো সম্ভব হবে বলে জানান তিনি।

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন