হোম > সারা দেশ > পঞ্চগড়

করতোয়ায় নৌকাডুবি: তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ল তিন কার্যদিবস

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমার সময় বাড়িয়েছে জেলা প্রশাসন। উদ্ধারকাজ চলমান থাকায় এবং তদন্ত কমিটির সবাই কন্ট্রোলরুমের বিভিন্ন দায়িত্বে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে তিন কার্যদিবসের সময় চেয়ে আবেদন করেন তদন্ত কমিটির প্রধান পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। 

আজ বুধবার আরও তিন তদন্ত প্রতিবেদন জমার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়। তিনি বলেন, ‘তদন্ত কমিটির দায়িত্বে থাকা সবাই একই সময়ে দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া এবং নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিতে সরাসরি সম্পৃক্ত রয়েছে। তাই তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে সময় বাড়ানোর আবেদন করা হয়। সেটি আজ মঞ্জুর করে তিন কার্যদিবসের সময় বাড়ানো হয়েছে।’ 

এদিকে বুধবার ভোর থেকে করতোয়া নদীর আউলিয়া ঘাটে শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম। দুপুর ১টা পর্যন্ত কোনো মরদেহ পাওয়া যায়নি বলে মাড়েয়া ইউনিয়নের বসানো কন্ট্রোলরুম থেকে জানা গেছে। 

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন দিনের উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা করেছেন স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা। এদের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৭ জন এবং শিশু ২১ জন। তবে আরও চারজন নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন নিখোঁজের স্বজনেরা। 

উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৪ জন, আটোয়ারী উপজেলার দুজন, দেবীগঞ্জ উপজেলার ১৮ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন এবং পঞ্চগড় সদর উপজেলার একজন। 

উল্লেখ্য, গত রোববার বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। এ সময় নৌকাটি নদীর মাঝে গিয়ে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। 

আরও পড়ুন:

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু