হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বেশি দামে চাল বিক্রি, ৪ ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর শহরে আজ রোববার চালের আড়তে অভিযান। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরে মূল্য বেশি রাখাসহ নানা অপরাধে চারজন চাল ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার দুপুরে শহরের বাহাদুর বাজার, পাইকারি চাল হাট ও পুলহাটে এই অভিযান চালানো হয়।

যৌথ অভিযানে বাহাদুর বাজারের সুফি রাইস এজেন্সি, দুই ভাই রাইস এজেন্সি ও লিয়াকত ট্রেডার্সের মালিককে জরিমানা করা হয়। এ সময় সুফি রাইস এজেন্সি ও দুই ভাই রাইস এজেন্সির কাগজপত্র ও ক্রয়মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়ায় দুই হাজার টাকা করে এবং লিয়াকত ট্রেডার্সের ক্রয়মূল্য থেকে প্রতি কেজিতে পাঁচ টাকা বেশি করে চাল বিক্রি করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয়, যেন প্রতি কেজি চালের দাম দুই থেকে সর্বোচ্চ তিন টাকার বেশি লাভ না করেন।

এদিকে দিনাজপুর সদরের পুলহাট জিয়া অটো রাইস মিলে অভিযান চালিয়ে উৎপাদিত চালের বস্তার গায়ে নির্ধারিত মূল্য না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী এবং ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন, সহকারী খাদ্য নিয়ন্ত্রক ফারজানা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সদর মাহফুজ আল আসাদ অভিযানের অংশ নেন।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড