হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার পর থেকে তরুণ নিখোঁজ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ওয়াজ মাহফিলে গিয়ে আব্দুস সালাম (১৯) নামের এক তরুণ নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় ওয়াজ মাহফিলে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আব্দুস সালাম উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটল গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে। সে ২০২২ সালে চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

আব্দুস সালামের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যায় আব্দুস সালাম। সেখানে রাত ৮টা পর্যন্ত তাকে দেখা গেছে। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। পরে রাতেই ওয়াজ মাহফিলের মাঠে গিয়ে তার খোঁজ করা হয়। তা ছাড়া আজ শুক্রবার সকাল থেকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ওই এলাকার দবিরুল ইসলাম নামের তাঁদের এক স্বজন বলেন, সালামের নিখোঁজের বিষয়টি তার বড় ভাই জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী থানায় মৌখিকভাবে জানায়। পুলিশ সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, শুক্রবার দুপুরে সালামের বড় ভাই থানায় মৌখিকভাবে জানালে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডি করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ