হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, যুবককে পুলিশে সোপর্দ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার ১১ বছরের এক শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি ধরা পড়লে এলাকাবাসী সুমন আলী (২৪) নামের এক যুবককে আটক করে গতকাল মঙ্গলবার পুলিশে সোপর্দ করেন। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত সুমন আলী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চোঁচপাড়া কইকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।

মেয়ের বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে বাড়িতে তাঁদের অনুপস্থিতির সুযোগে অস্ত্রের মুখে ওই শিশুকে ধর্ষণ করেন সুমন। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে আরও কয়েক দিন তাকে ধর্ষণ করেন তিনি। এক সপ্তাহ আগে শিশুটির বাবা-মা বিষয়টি টের পেলে তাকে ডাক্তারি পরীক্ষা করান। তাতে সে ছয় মাস চার দিনের অন্তঃসত্ত্বা বলে ধরা পড়ে।

মেয়ের বাবা বলেন, ‘বিষয়টি সুমনের পরিবারকে জানাতে গেলে আমাদের গালাগাল ও মারধর করে। পরে আমি এলাকার লোকজনের কাছে বিচার দাবি করি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজ্জাক আলী বলেন, ঘটনা জানাজানি হলে বিক্ষুব্ধ গ্রামবাসী সুমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাতে তিনি কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে সুমন আলী, তাঁর স্ত্রীসহ পরিবারের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাবা। ওই মামলায় সুমনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মামলার বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ