হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট ১: আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে ইসির মামলার নির্দেশ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ২০ জনের নামে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ব্যক্তিগত সহকারী আবু বক্কর সিদ্দিক শ্যামল। 

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ আজ শনিবার বিকেলে এ নির্দেশনা পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল শুক্রবার রাতে নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে অভিযোগ দায়েরের বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়। 

নির্দেশপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় হাতীবান্ধায় স্বতন্ত্রপ্রার্থী আতাউর রহমান প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে চান। এ সময় বাধাসহ ভয়ভীতি প্রদর্শন করেন আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তাঁর লোকজন। এতে আচরণ বিধিমালার লঙ্ঘন হয়েছে উল্লেখ করে নির্বাচনী অনুসন্ধান কমিটি ইসিতে প্রতিবেদন দেয়। অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অভিযোগ দায়েরের নির্দেশনা দেন। 

অভিযুক্ত ব্যক্তিরা হলেন—আবু বক্কর সিদ্দিক শ্যামল, ফেরদৌস হোসেন, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, হাসান আলী, আসাদ হোসেন, নুরুন্নবী, রবিউল ইসলাম খান, শফিক হোসেন, শাহেদুল ইসলাম, এসকে, শহিদুল ইসলাম, ওমেদ আলী, রাজন মিয়া, রাশেদুল ইসলাম রানা, রুবেল, ইলিজা বেগম, রেনুকা বেগম রেনু, নুরুনব্বী এবং এরশাদ হোসেন। 
আবু বক্কর সিদ্দিক শ্যামল আওয়ামী লীগ প্রার্থী মোতাহার হোসেন এমপির সহকারী ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। 

লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ জানান, মামলা করতে নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ