হোম > সারা দেশ > রংপুর

ফি কমানোর দাবিতে বিক্ষোভ, অধ্যক্ষের কার্যালয়ে তালা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে একটি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের ফি ও মাসিক বেতন কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি নিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ এবং টিউশন ফি ৩০০ টাকার বদলে মানবিকে  ১০০ ও বিজ্ঞানে ১২০ টাকা করার দাবিতে অধ্যক্ষের কার্যালয়ে তালা দিয়ে বিক্ষোভ করেন। পরে কলেজের লোকজন বেলা ৩টার দিকে গেটের তালা ভেঙে ফেলেন।

এর আগে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা।

জানা গেছে, শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানবিক বিভাগে ৩ হাজার ১৬৫ টাকা ও বিজ্ঞান বিভাগের জন্য ৩ হাজার ৫৮৫ টাকা ফি নির্ধারণ করেছে। এর সঙ্গে যোগ করা হয়েছে ২৪ মাসের বেতন (টিউশন ফি) ৭ হাজার ২০০ টাকা। অপরদিকে দিনাজপুর শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার ফরম পূরণে মানবিক বিভাগে ২ হাজার ২২৫ টাকা ও বিজ্ঞান বিভাগে ২ হাজার ৭৮৫ টাকা ফি নির্ধারণ করেছে। বোর্ড ফি নিয়ে ফরম পূরণ ও টিউশন ফি ৩০০ (মাসপ্রতি) টাকার বদলে মানবিক শাখায় ১০০ ও  বিজ্ঞান শাখায় ১২০ টাকা করার দাবিতে গতকাল থেকে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তাঁরা আজ কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন।

শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ে পরীক্ষার ফরম পূরণ ফি ও মাসিক বেতন কমানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থী আজিজুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে কৃষক ও স্বল্প আয়ের পরিবারের সন্তানেরা লেখাপড়া করেন। তাঁদের পক্ষে প্রতি মাসে টিউশন ফি ৩০০ টাকা দেওয়া সম্ভব নয়। শিক্ষার্থী মাজেদা খাতুন বলেন, ‘আমরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ফি দিয়ে পরীক্ষার ফরম পূরণ করতে চাই।’

এ বিষয়ে কথা বলার জন্য মোবাইল ফোনে কল করা হলে রিসিভ করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ তামহিদা বেগম।  

এ প্রসঙ্গে জানতে চাইলে শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের সভাপতি ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা এসেছিল। সবদিক বিবেচনা করে অসচ্ছল পরিবারের সন্তানদের ৬ মাসের বেতন মওকুফ করার জন্য নির্দেশনা দিয়েছি।’

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার