হোম > সারা দেশ > রংপুর

২০ জুন বাজারে আসবে হাঁড়িভাঙা আম

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

আগামী ২০ জুনের আগে বাজারজাত করা হাঁড়িভাঙা আম না কেনার আহ্বান জানিয়েছে হাঁড়িভাঙা আমচাষি পরিষদ। কারণ জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক আগামী ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার।

উপজেলা প্রশাসন ও আম চাষিরা বলছে, এখনো হাঁড়িভাঙা আম খাওয়ার উপযোগী হয়নি। আগামী ২০ জুন থেকে এ আম খাওয়ার উপযোগী হবে। এদিন থেকেই আমও বাজারজাত শুরু হবে। 

বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৭ মে কৃষিবিভাগ, আম চাষি ও ব্যবসায়ীদের অংশগ্রহণে এক আলোচনা সভা করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীন। 

এ প্রসঙ্গে হাঁড়িভাঙা আমচাষি পরিষদের সভাপতি আব্দুস সালাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ২০ জুনের আগে বাজারজাত করা আম না কেনার জন্য ভোক্তাদের আহ্বান জানাচ্ছি। কারণ ২০ জুনের আগে বাজারজাত করা হাঁড়িভাঙা আম খাওয়ার উপযোগী হবে না।’ সেই সঙ্গে তিনি চাষি ও ব্যবসায়ীদেরও অপরিপক্ব আম বেচা-কেনা না করার অনুরোধ জানান। 

এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘সকলের সঙ্গে আলোচনা করে আগামী ২০ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত করার জন্য চাষি ও ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে কেউ হাঁড়িভাঙা আম বাজারজাত করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড