হোম > সারা দেশ > দিনাজপুর

বিজিবির কাছে ২ ছাত্রকে ফেরত দিয়েছে বিএসএফ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে আটক করা দুই মাদ্রাসাছাত্রকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ রোববার বিকেল সোয়া ৫টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ওই দুই ছাত্রকে বিজিবির হাতে হস্তান্তর করে তারা। 

এ সময় বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ক্যাম্প কমান্ডার সুলতান সিং। অন্যদিকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন আইসিপি ক্যাম্প কমান্ডার আলম হোসেন। 

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলম হোসেন বলেন, ভারত সীমান্তে প্রবেশ করায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় বিএসএফ। পরবর্তী সময়ে পতাকা বৈঠকের পর ওই দুজন স্কুলছাত্রের জন্মনিবন্ধন দেখার পর ফেরত দিয়েছে বিএসএফ। 

এর আগে বেলা দেড়টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলার ১০ এস-এর বালুরচড় নামক এলাকার ভারত অংশ থেকে তাঁদের আটক করে নিয়ে যায় বিএসএফ। 

আটক ব্যক্তিরা হলো রুহুল আমিন আনোয়ার হোসেনের ছেলে আরাফাত হোসেন শান্ত (১৫) ও আরাফাত হোসেন আরমান আলীর ছেলে রুহুল আমিন (১৩)। তারা দুজনেই আলিহাট গাজী আমেনিয়া দাখিল মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র এবং উপজেলার আলিহাট গ্রামের বাসিন্দা। 

তাদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘টিকা প্রদান শেষে আমরা হিলি বাজারে ঘুরতে আসি আর তারা দুজনে হিলি সীমান্ত এলাকায় ঘুরতে আসে। রেললাইন ধরে হাঁটতে হাঁটতে তারা দুজনে প্রস্রাব করতে রেললাইনের নিচে ভারতের দিকে নেমে যায়। এ সময় তাদের দুজনকে বিএসএফ ডাক দিয়ে কথা বলে তাদের আটক করে নিয়ে যায়।’

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ