হোম > সারা দেশ > রংপুর

ছাত্রীর অভিভাবকের উদ্দেশে বেগম রোকেয়ার হাতে লেখা চিঠি

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বেগম রোকেয়া তাঁর বিদ্যালয়ের ছাত্রীর অভিভাবকদের চিঠি দিয়ে যোগাযোগ রক্ষা করতেন। বাংলাদেশের একজন ছাত্রীর অভিভাবকের কাছে রোকেয়ার নিজ হাতে লেখা এমন একটি চিঠির খোঁজ পাওয়া গেছে। 

বেগম রোকেয়ার লেখা চিঠির অনুলিপিটি রংপুরের মিঠাপুকুর উপজেলার বেগম রোকেয়া স্মৃতি সংসদে সংরক্ষণ করা হচ্ছে বলে দাবি করেন পায়রাবন্দে অবস্থিত বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল। 

রাবেয়া খাতুন নামের এক ছাত্রীর মাকে সাধু ভাষায় লেখা চিঠিতে বেগম রোকেয়া বলেছেন, ‘শ্রীমতী রাবিয়া খাতুনের চিঠিতে জানিতে পারিলাম, সে খোদার ফজলে আরোগ্য লাভ করিয়াছে এবং এখন এখানে আসিতে চাহে। আগামী সোমবার (২৯শে জুন) স্কুল খুলিবে। দয়া করিয়া মেয়েকে শীঘ্রই লইয়া আসিবেন।’ 

তিনি তাঁর লেখা চিঠিতে স্বাক্ষর করেন ইংরেজিতে। তিনি লিখেছেন ইতি বিনীতা R. S. Hossain। বেগম রোকেয়া এই চিঠি লিখেছিলেন ১৯৩১ সালের ২৬ জুন। 

বেগম রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল জানান, রাবেয়া খাতুন তাঁর মেয়ে আক্তার বানুকে সঙ্গে নিয়ে ২০০১ সালের ২৪ ফেব্রুয়ারি পায়রাবন্দে এসেছিলেন। আক্তার বানু ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। বেগম রোকেয়া স্মৃতি সংসদের পরিদর্শন রেজিস্টারে লেখা মন্তব্যে আক্তার বানুও নিজেকে ইডেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়ে স্বাক্ষর করেন। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত