হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাঈদ মাহাবুব নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন, ‘মারপিটের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, মিথ্যা অভিযোগ করছেন ওই যুবলীগ নেতা।’

জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত যুবলীগ নেতাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ নেতা সাঈদ মাহাবুব উপজেলার ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর অভিযোগ ওঠা চেয়ারম্যান একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা সাঈদ মাহাবুব সাংবাদিকদের বলেন, ‘সকালে হলদিবাড়ী বাজারে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে জুস কিনতে গেলে চেয়ারম্যান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে পাশে থাকা একটি হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলাম হাতে এঙ্গেল নিয়ে আমার মাথায় মারলে সেটা চোখের পাশে লাগে। আঘাতের স্থানে নয়টি সেলাই দিয়েছেন চিকিৎসক।’ এ ঘটনায় চেয়ারম্যানকে ১ নং আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যেতে বলে। পরে আমি ঘটনাস্থলে যাই। দু’পক্ষের মধ্যে মারপিট আগেই হয়েছে। সাঈদের সঙ্গে কিছুদিন ধরে মনমালিন্য চলছে। তাই সে অভিযোগ করতেই পারে।’বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন,‘হলদিবাড়ী বাজারে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনাটি পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। দু’পক্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’ 

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

ব্রাকসু নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ দিনে অফিসে তালা, কর্মকর্তারা লাপাত্তা