হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রামে নেই করোনা নমুনা পরীক্ষার কিট, ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা

কুড়িগ্রাম প্রতিনিধি

নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। ছবি: আজকের পত্রিকা

নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ বাড়লেও কুড়িগ্রাম জেলায় নেই নমুনা পরীক্ষার কিট। এমনকি নমুনা সংগ্রহে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামও নেই। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস ও কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ লিংকন।

সিভিল সার্জন অফিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জেলায় থাকা করোনা পরীক্ষার কিট ও অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। ফলে এগুলো দিয়ে নমুনা পরীক্ষা করা সম্ভব নয়। এতে সঠিক ফলাফল না পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন।

সূত্র আরও জানিয়েছে, এরই মধ্যে নতুন কিট ও সুরক্ষা সরঞ্জামের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চাহিদাপত্র পাঠানো হয়েছে। তবে এখনো এসব সামগ্রী কুড়িগ্রামে এসে পৌঁছায়নি।

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল চত্বরে পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাবের অবকাঠামো নির্মাণ করা হলেও সেখানে নেই নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও জনবল। ফলে ল্যাবটি চালু করা যাচ্ছে না।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘করোনা টেস্ট কিটসহ অন্যান্য সরঞ্জাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে চাহিদা পাঠানো হয়েছে।’ পিসিআর ল্যাব প্রসঙ্গে তিনি বলেন, ‘ল্যাবের অবকাঠামো প্রস্তুত হলেও সেখানে এখনো কোনো যন্ত্রাংশ ও জনবল নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ল্যাবটি চালু করা সম্ভব হবে।’

সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, ‘জেলায় নমুনা পরীক্ষার কিট নেই। তবে ঈদের ছুটির মধ্যেও আমরা কাজ করে যাচ্ছি। জেলার ৯টি উপজেলায় নমুনা সংগ্রহসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এদিকে দেশে করোনার সংক্রমণ ফের বাড়তে থাকায় বুধবার ১১ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার