কুড়িগ্রামের নাগেশ্বরীতে অজ্ঞাত যুবকের ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ১১টায় মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, উপজেলার ইসলামপুর এলাকায় দুধকুমার নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁকে কেউ চিনতে পারেননি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ভারত থেকে স্রোতের টানে ভেসে এসেছে।
কালীগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মামুন উল হক বলেন, মরদেহটি দুধকুমারের উজান থেকে ভেসে এসে আজ ভোর ৬টায় বেরুবাড়ী ইসলামপুর এলাকায় স্লুইসগেটে আটকে যায়। খবরটি জানাজানি হলে মরদেহ দেখতে ভিড় জমায় এলাকাবাসীরা। তবে কেউই তাঁকে চিনতে পারেনি।
প্রভাষক আরও বলে, পুলিশে খবর দিলে তাঁরা মরদেহটি উদ্ধার করেন।
নাগেশ্বরী থানার ওসি নবিউল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।