হোম > সারা দেশ > পঞ্চগড়

সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া, বৃষ্টির মতো ঝরছে কুয়াশা

পঞ্চগড় প্রতিনিধি

আজ শুক্রবার মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। এলাকাবাসী জানান, রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। 

তেঁতুলিয়া আবহাওয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আগামী আরও দু-এক দিন এমন তাপমাত্রা থাকতে পারে। 

স্থানীয় বাসিন্দারা বলেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ সকাল পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। 

স্থানীয় আলিমদ্দীন বলেন, শিশুরা ঠান্ডায় ঘর থেকে বের হতে চায় না। স্থানীয় লতিফা (৩০) বলেন, বাড়ির সব চেয়ে ছোট বাচ্চাটার দুই দিন থেকে জ্বর-সর্দি। 

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মনোয়ার হোসেন বলেন, তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে অনেকেই অগ্নিদগ্ধ হচ্ছে। এ জন্য তিনি আগুন পোহানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন। 

চলতি জানুয়ারি মাসে ২৯ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি। 

জেলা প্রশাসক জহুরুল ইসলাম বলেন, প্রথম পর্যায়ে আড়াই হাজার শীতবস্ত্র পাওয়া গেছে, এগুলো বিতরণ হচ্ছে। আরও শীতবস্ত্রের চাহিদা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি সামর্থ্যবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার