হোম > সারা দেশ > দিনাজপুর

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সীমান্তে ৮ নারী-শিশুসহ আটক ১৬

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দিনাজপুরের বিরল সীমান্ত থেকে আট নারী-শিশুসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। গতকাল রোববার মধ্যরাতে উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম ৩৩১-এর-৩ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মানিক চন্দ্র রায় (৩৫), সাদিপ চন্দ্র রায় (২৫), সাদিপ রায়ের স্ত্রী জয়ন্তী রানী (২২), তাঁদের সন্তান রবিজিৎ (৪), ফটিক চন্দ্র রায়ের স্ত্রী সাদিকা রায় (৪৫), মিলন সরেন (২৮), পারভীন (৩৭), তাঁর কন্যা মিনাশ্রী মন্দিরা (১), রুবেল চন্দ্র রায় (২০), চিন্ময় চন্দ্র রায় (২৪) পার্থ চন্দ্র রায় (২৮), খোকন রায় (২৬), রতন চন্দ্র রায় (৩৭), কাজল চন্দ্র রায় (২৫), শিশু ভৈরব চন্দ্র (৫) ও মাধব চন্দ্র (১.৫)।

জানা গেছে, আটক ব্যক্তিরা দালাল চক্রের মাধ্যমে গোপনে অবৈধভাবে কিশোরীগঞ্জ বিওপির খোপড়াগ্রাম এলাকা দিয়ে ভারতে যেতে চেয়েছিলেন। খবর পেয়ে কিশোরীগঞ্জ কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আহসান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নীলফামারী ও দিনাজপুরের বিভিন্ন বয়সী ১৬ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ