দুই মাস সাত দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) মো. আবু তালেব ফরাজী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৮ লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে। বন্ধ থাকা অবস্থায় দুই মাসে ২ লাখ টনের বেশি পাথর বিক্রি হয়েছে।
খনি কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে খনি ভূগর্ভ থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে। তাতে প্রতিদিন গড়ে ৫ হাজার টনের বেশি পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলনের কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতি মাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় খনির ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুত গড়ে ওঠে।