হোম > সারা দেশ > দিনাজপুর

দুই মাস বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দুই মাস সাত দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাথর উত্তোলন শুরু করা হয়েছে। গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে।

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পিইপিঅ্যান্ডএম) মো. আবু তালেব ফরাজী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৮ লাখ মেট্রিক টন পাথর মজুত রয়েছে। বন্ধ থাকা অবস্থায় দুই মাসে ২ লাখ টনের বেশি পাথর বিক্রি হয়েছে।

খনি কর্তৃপক্ষ জানায়, গতকাল সোমবার বিকেল থেকে আংশিক উৎপাদন শুরু হলেও আজ মঙ্গলবার সকাল থেকে খনি ভূগর্ভ থেকে পূর্ণমাত্রায় উত্তোলনকাজ শুরু হয়েছে। তাতে প্রতিদিন গড়ে ৫ হাজার টনের বেশি পাথর উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে খনি থেকে পাথর উত্তোলনের কাজ করছে বেলারুশের ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া টেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। প্রতি মাসে উৎপাদন বাড়লেও পাথর বিক্রিতে গতি না থাকায় খনির ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১০ লাখ টন পাথরের বিশাল মজুত গড়ে ওঠে।

পাথর রাখার স্থান সংকুলান না হওয়ার কারণ দেখিয়ে গত ১ ফেব্রুয়ারি খনির উৎপাদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি পাথর উত্তোলন বন্ধ ঘোষণা করে। এ সময় খনি থেকে পাথর উত্তোলনের কাজে কর্মরত সাত শতাধিক শ্রমিক-কর্মচারীকে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড