হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় নতুন আলু ৫২ টাকা কেজি, শীতকালীন সবজিতে ভরপুর বাজার

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা 

গাইবান্ধায় নতুন আলু ৫২ টাকা থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধায় বাজারগুলোতে নতুন আলুসহ অন্যান্য শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। ফলে দামও কমছে। গত এক সপ্তাহ আগে নতুন আলু ১৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন ৫২ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে চড়া দামে বিক্রি হচ্ছে পুরোনো আলু। তবে এক কেজি পুরোনো আলু ৭০ টাকার নিচে মিলছে না। অন্যদিকে নতুন আলুর সরবরাহ দিন দিন বাড়লে আরও দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

নতুন আলুর পাশাপাশি বাজারে ভরপুর সব ধরনের শীতের সবজি। ফলে আগের তুলনায় দাম অনেক কম। কিছুদিন আগে সবজির দামে ক্রেতাদের কেনার নাগালের বাইরে ছিল, তা এখন আর নেই। এতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষদের মাঝে।

আজ সোমবার গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে পুরোনো আলু থেকে নতুন আলুর সরবরাহ বেশি। ব্যবসায়ীরা ছোট নতুন আলু ৫২ টাকা কেজি বিক্রি করছেন। তবে বাছাই করা নতুন আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি পর্যন্ত। আর অল্প পরিমাণে থাকা পুরোনো আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।

গাইবান্ধা শহরের পুরাতন বাজারের ব্যবসায়ী মো. শরীফ মিয়া বলেন, বাজারে এখন পুরোনো আলু খুব একটা পাওয়া যাচ্ছে না। সরবরাহ কম থাকায় এক কেজি পুরোনো আলু ৭০ টাকা বিক্রি হচ্ছে। আর নতুন আলু গত সপ্তাহে ১৫০ টাকা বিক্রি হলেও আজ ৫২ টাকা বিক্রি করা হচ্ছে। বাজারে প্রচুর নতুন আলু আসছে। এ কারণে দামও কমেছে।

শরীফ মিয়া আরও বলেন, ক্রেতার চাহিদা মতো সব ধরনের শীতকালীন সবজি বাজারে উঠছে। তাই দামও অনেক কমে গেছে। যত দিন যাবে তত সবজির দাম কমবে বলে মনে করেন তিনি।

আরেক ব্যবসায়ী মো. আশরাফ আলী বলেন, বাজারে এত সবজি উঠতেছে, সকালে যে সবজি ২৫ টাকায় আড়তে কিনতে হয়েছে, তা দুপুরে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার স্থির না হওয়া পর্যন্ত খুচরা ব্যবসায়ী লোকসানে পড়বে।

ক্রেতা রিয়াদ হাসান বলেন, ‘বাজারে সব সবজির দাম কমায় অনেকটা স্বস্তি লাগছে। চাহিদামতে সবজি কিনতে পারছি। সবজির মতো অন্য জিনিসপত্রের দাম কমলে সাধারণ মানুষ অনেকটা স্বস্তিতে জীবন যাপন করতে পারবে।’

গাইবান্ধায় বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। ছবি: আজকের পত্রিকা

আড়তদার আশাদুল ইসলাম বলেন, বাজারে প্রচুর শীতকালীন সবজি উঠছে। দাম অনেক কম। আগামী সপ্তাহের মধ্য সবজির দাম অর্ধেকে নামবে।

বর্তমানে গাইবান্ধায় বাজারগুলোতে নতুন আলু ৫২ থেকে ৬০ টাকা, টমেটোর কেজি এখনো ১০০, গাজর ৭০-৮০, করলা ৮০, শিম ৪০, বেগুন ৩০, মুলা ২৫-৩০, কাঁচা মরিচ ৬০-৭০ টাকা এবং পেঁয়াজ ৮০-১০০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ১৬-২০ টাকা, বাঁধাকপি ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। ডিম, মুরগিসহ সব ধরনের মাংসের দাম আগের মতোই রয়েছে।

নতুন আলুর পাশাপাশি বাজারে ভরপুর সব ধরনের শীতের সবজি। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শীতকালীন সবজির আবাদ হয়েছে। আবহাওয়াও অনুকূলে রয়েছে। সবজি পুরোদমে ওঠা শুরু হলে দাম আরও কমে যাবে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস