ঠাকুরগাঁও সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাঁদের ফেরত আনা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন শ্রী বিকাশ শীল (২২) ও শ্রী পূর্ণ নাথ (২৬)। তাদের উভয়ের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, ১২ ফেব্রুয়ারি রাতে তাঁরা ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফ তাঁদের আটক করে। পরে বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আজ বৃহস্পতিবার বিকেলে তাঁদের ফেরত আনা হয়।
অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে তাঁদের হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।