রংপুরের মিঠাপুকুরে কাভার্ড ভ্যানের চাপায় সালাম হোসেন নামে একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ জেলা সদরের একডালা গ্রামের বাসিন্দা। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শঠিবাড়ি এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে আশা ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের পরিদর্শক রবিউল ইসলাম।
জানা গেছে, সালাম হোসেন মোটরসাইকেলে করে সিরাজগঞ্জ থেকে রংপুর যাচ্ছিলেন। পথে উপজেলার শঠিবাড়ি এলাকার আশা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে বড়দরগাহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।