হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় থানায় মামলা

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা সদরে নিজ বাড়ি থেকে মা ও দুই শিশুসন্তানের লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে সদর থানায় নিহত গৃহবধূর ভাই আসাদুজ্জামান নূর ওরফে আসাদ বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নীলফামারী সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। 

ওসি তানভীরুল জানান, স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে আত্মহত্যা চেষ্টার অপরাধে ৩০২ ও ৩০৯ ধারায় আশিকুর রহমান মোল্লার বিরুদ্ধে মামলাটি করা হয়। 

উল্লেখ্য, বাংলাদেশ দণ্ডবিধি আইন অনুসারে কেউ হত্যা করলে তাকে ৩০২ ধারা প্রয়োগ করে বিচার হয়, অন্যদিকে ৩০৯ ধারায় বিচার হয় আত্মহত্যার চেষ্টা করলে। 

ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। অন্যদিকে, পুলিশি পাহারায় গুরুতর জখম আশিকুর রহমান মোল্লা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী বন্দরবাজারে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন আশিকুর রহমান মোল্লা ওরফে বাবু মোল্লা নামে এক ফার্নিচার ব্যবসায়ী। 

নিহতরা হলেন আশিকুরের স্ত্রী তহুরা বেগম (৩০), তাঁর বড় মেয়ে তানিয়া আক্তার (১১) ও ছোট মেয়ে জারিন আক্তার (৬)। 

মোটা অঙ্কের ঋণ থাকায় এবং ব্যবসায় আর্থিক ক্ষতির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়ায় এ ধরেন ঘটনা ঘটাতে পারে এমন দাবি আশিকুর মোল্লার স্বজনদের।

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ