হোম > সারা দেশ > রংপুর

সৈয়দপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ট্রাকচাপায় তিনজন পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সুমনা পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, শহরের নিয়ামতপুর জুম্মাপাড়ার মৃত ফয়মুদ্দীনের ছেলে জাহাঙ্গীর ভান্ডারী (৫৫), শহরের কুন্দল এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৪৫) ও শ্বাসকান্দর কুটিপাড়ার ইয়াকুব আলীর ছেলে মো. আলম (৪৭)। আহত শ্রমিক শহরের নতুন বাবুপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে মাসুদ রানাকে সৈয়দপুর হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি সুমনা পেট্রল পাম্পে বিক্রির উদ্দেশ্যে রাখা ছিল। দামদর ঠিক হওয়ায় চালক ওই দিনই ট্রাকটি পরীক্ষার জন্য পাম্প থেকে বের করেন। উল্লেখিত স্থানে ট্রাকের ব্রেক ফেল করে শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর ভান্ডারী নিহত হন। অপর দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। 

নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, নিহতদের মধ্যে দুজন চেইন মাস্টার এবং একজন সদস্য। তাঁরা বগুড়াগামী বাসগুলোতে চেইন মেইনটেন করে থাকেন। 

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্রাফিক পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পলাতক রয়েছেন। 

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার