ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৪)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্বদালিয়া গ্রামের মো. ইসহাক আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. শানিল (৪৫), মো. হাসেম (৩৪) ও মো. মোরসালিন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এ সময় সালান্দর চৌধুরী হাটের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মাসুদ ঘটনাস্থলেই নিহত হন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চালকের ঝিমুনি আসায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকচালক ও তাঁর সহকারী দুজনই সটকে পড়েন। ব্যবসায়ীর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহতরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।