হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সালন্দর চৌধুরীহাট এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাসুদ রানা (৩৪)। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার পূর্বদালিয়া গ্রামের মো. ইসহাক আলীর ছেলে। আহতরা হলেন একই এলাকার মো. শানিল (৪৫), মো. হাসেম (৩৪) ও মো. মোরসালিন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা একটি খালি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এ সময় সালান্দর চৌধুরী হাটের কাছে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী মাসুদ ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে আরও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে পাঠান ফায়ার সার্ভিসের সদস্যরা।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, চালকের ঝিমুনি আসায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকচালক ও তাঁর সহকারী দুজনই সটকে পড়েন। ব্যবসায়ীর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহতরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড