হোম > সারা দেশ > রংপুর

কর্মস্থলে ফেরা হলো না, দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের

রংপুর প্রতিনিধি

স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে ঢাকায় কর্মস্থলে ফিরতে আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে বাসে ওঠেন রংপুরের পীরগঞ্জ উপজেলার রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন। কিন্তু কর্মস্থলে ফেরা হয়নি তাঁর। পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠার পর দুই কিলোমিটার পথ পাড়ি দিতেই মুখোমুখি সংঘর্ষের শিকার হয় তাঁদের বাসটি। এতে ঘটনাস্থলে মারা যান আল আমিন ও তাঁর পাঁচ বছরের ছেলে মাহিন বাবু। স্ত্রী মিতালী বেগম সংকটাপন্ন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। 

দুর্ঘটনাটি ঘটেছে আজ বেলা সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ রামনাথপুর ইউনিয়ন পরিষদের পাশে বোর্ডঘর এলাকায়। এতে দুই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকাগামী এনা পরিবহনের একটি কোচ পীরগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে রংপুর-ঢাকা মহাসড়কের রামনাথপুর বোর্ডঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা অনিন্দ পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি মালবাহী ট্রাক এনা পরিবহনকে ধাক্কা দিয়ে সড়ক থেকে নিচের জমিতে পড়ে উল্টে যায়, সংঘর্ষের শিকার এনা বাসটিও খাদে পড়ে।

এনা পরিবহনে থাকা আল আমিন ও তাঁর ছেলে মাহিন ঘটনাস্থলেই মারা যান। আহত অন্তত ২০ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। নিহত আল আমিন ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন শর্মা আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে ছুটে যাই। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা এনা পরিবহন ও ঢাকা থেকে ছেড়ে আসা অনিন্দ পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠাই। এ সময় দুজনের লাশ উদ্ধার করা হয়। 

বড়দরগাহ হাইওয়ে থানার মোবাইল ফোন নম্বরে কল করা হলে উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে। একটি বাস উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। অন্য বাস ট্রাক উদ্ধার কাজ চলমান রয়েছে। যান চলাচল স্বাভাবিক করাও হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ