হোম > সারা দেশ > রংপুর

৪ নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে এক মায়ের কোলে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই শিশুর মৃত্যু হলো। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেলে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় এক মেয়েশিশুর মৃত্যু হয়। এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে একমাত্র ছেলে নবজাতকটি মারা যায়। বাকি দুই সন্তানের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। 

এদিকে ওই শিশুদের বাবা মনিরুজ্জামান বাঁধন বলেন, ‘আমার চার বাচ্চার মধ্যে দুজন মারা গেল। চিকিৎসকেরা সঠিকভাবে চিকিৎসা দিচ্ছে কি না, আমার সন্দেহ। আমাদের আনন্দ এক এক করে ধূলিসাৎ হয়ে যাচ্ছে।’ 

মেয়েশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনিকা মজুমদার বলেন, ‘মূলত বাচ্চাদের ওজন কম, মাত্র ৭০০ গ্রাম। এমন বাচ্চাদের টিকিয়ে রাখা চিকিৎসকদের জন্য কঠিন কাজ। আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ 

প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আট বছর আগে বিয়ে হয় আদুরি বেগম আশার। দীর্ঘ আট বছরে তাঁদের কোনো সন্তান জন্ম হয়নি। পরে চিকিৎসকের চিকিৎসায় আদুরি বেগম গর্ভবতী হন। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায় তাঁর গর্ভে চারটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। 

উল্লেখ্য, গত মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই চার সন্তান জন্ম নেয়। এর মধ্যে একটি ছেলে ও তিনটি মেয়েশিশু। 

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা