হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, ইজারাদার গ্রেপ্তার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফরিদুল হক শাহিন শিকদার। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পশুর হাটে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহিন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি টহল দল শনিবার (৩১ মে) ভূরুঙ্গামারীর পশুর হাট পরিদর্শনে যায়।

সেনাবাহিনীর কাছে অভিযোগ ছিল, হাটে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। টহল দল হাসিলের রসিদ যাচাই করে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পায়। অতিরিক্ত অর্থ আদায় করায় টহল দল হাটের ইজারাদারকে আটক করে। পরে তাঁকে ভূরুঙ্গামারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনীর টহল দলের কমান্ডার বলেন, সরকারনির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা বেআইনি ও জনস্বার্থপরিপন্থী, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিকে ভূরুঙ্গামারী থানা-পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, সেনাবাহিনী হাটের ইজারাদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাটবাজারে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে তা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে হাটবাজারে এ ধরনের অভিযান চলবে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার