কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পশুর হাটে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে হাট ইজারাদার ফরিদুল হক শাহিন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি টহল দল শনিবার (৩১ মে) ভূরুঙ্গামারীর পশুর হাট পরিদর্শনে যায়।
সেনাবাহিনীর কাছে অভিযোগ ছিল, হাটে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। টহল দল হাসিলের রসিদ যাচাই করে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পায়। অতিরিক্ত অর্থ আদায় করায় টহল দল হাটের ইজারাদারকে আটক করে। পরে তাঁকে ভূরুঙ্গামারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর টহল দলের কমান্ডার বলেন, সরকারনির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা বেআইনি ও জনস্বার্থপরিপন্থী, যা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তিকে ভূরুঙ্গামারী থানা-পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ বলেন, সেনাবাহিনী হাটের ইজারাদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হাটবাজারে সরকারনির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হলে তা মেনে নেওয়া হবে না। জনস্বার্থে হাটবাজারে এ ধরনের অভিযান চলবে।