হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করে দেওয়ার নামে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম তাঁদের বরখাস্ত করেন। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা হলেন সরদার আমিন গুলজার রহমান, বদর আমিন সৈয়দ আবু সাইদ ও চেইনম্যান আবুল খায়ের। 

ভুক্তভোগী স্থানীয়রা জানান, ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করার নামে ওই তিন কর্মকর্তা তাঁদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেন। গতকাল রোববার রাতে ঘুষ নেওয়ার পর কাজ শেষ না করেই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের পৌর কাউন্সিলর মাহাফুজের বাড়িতে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এদিকে আজ বেলা ১১টায় সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম থানায় আটক থাকা ওই তিন কর্মকর্তাকে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে নিয়ে আসেন। পরে স্থানীয়দের করা অভিযোগে অভিযুক্ত তিন কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেন এবং সাময়িকভাবে বরখাস্ত করেন। 

এ বিষয়ে সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম বলেন, আজ স্থানীয়রা মৌখিকভাবে ওই তিন কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ করলে তাঁদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। তবে স্থানীয়রা ঘুষ নেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল