হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভূমি জরিপে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে বরখাস্ত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করে দেওয়ার নামে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার দিনাজপুরের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম তাঁদের বরখাস্ত করেন। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা হলেন সরদার আমিন গুলজার রহমান, বদর আমিন সৈয়দ আবু সাইদ ও চেইনম্যান আবুল খায়ের। 

ভুক্তভোগী স্থানীয়রা জানান, ভূমি জরিপের কাজে খতিয়ান ও পরচা প্রস্তুত করার নামে ওই তিন কর্মকর্তা তাঁদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঘুষ নেন। গতকাল রোববার রাতে ঘুষ নেওয়ার পর কাজ শেষ না করেই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন তাঁরা। এ সময় স্থানীয়রা তাঁদের পৌর কাউন্সিলর মাহাফুজের বাড়িতে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

এদিকে আজ বেলা ১১টায় সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম থানায় আটক থাকা ওই তিন কর্মকর্তাকে সহকারী কমিশনার ভূমি কার্যালয়ে নিয়ে আসেন। পরে স্থানীয়দের করা অভিযোগে অভিযুক্ত তিন কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেন এবং সাময়িকভাবে বরখাস্ত করেন। 

এ বিষয়ে সেটেলমেন্ট কর্মকর্তা শামছুল আজম বলেন, আজ স্থানীয়রা মৌখিকভাবে ওই তিন কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ করলে তাঁদের কর্মস্থল থেকে প্রত্যাহার করে সাময়িক বরখাস্ত করা হয়। তবে স্থানীয়রা ঘুষ নেওয়ার বিষয়টি সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ