হোম > সারা দেশ > রংপুর

সার্ভার বন্ধ করায় মিঠাপুকুর থেকে ফেরত গেল এডিপির ৬৮ লাখ টাকা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুর থেকে এবারও ফেরত গেল বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ৬৮ লাখ টাকা। এর আগে দুইবার এডিপির সমুদয় টাকা ফেরত দিতে হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়া।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে এ উপজেলায় এডিপির বরাদ্দ ছিল ১ কোটি ২০ লাখ টাকা। বরাদ্দ পাওয়া টাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পগুলোর মধ্যে ৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দ ছিল ৬৮ লাখ ৫৪ হাজার টাকা। ৯টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৬টি ঠিকাদারের মাধ্যমে ও ৩টি প্রকল্প কমিটি দিয়ে বাস্তবায়ন করা হয়।

কিন্তু কাজ সম্পন্ন করার পরও বিল পাননি বলে জানান ঠিকাদারেরা।

এ প্রসঙ্গে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, বিভিন্ন কারণে অর্থবছরের শেষ দিনে গত ২৮ জুন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে বিল দাখিল করা হয়।

বিষয়টি নিয়ে কথা হয় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মজনু মিয়ার সঙ্গে। তিনি জানান, গত অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা ছিল ২৮ জুন রাত ১২টা পর্যন্ত। উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ২৮ জুন শেষ মুহূর্তে বিল দাখিল করা হয়েছিল। অর্থ ছাড়ের চেষ্টা করা হয়েছিল কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় উন্নয়ন প্রকল্পের অনুকূলে দাখিল করা বিল ছাড় করা সম্ভব হয়নি। এ কারণে এডিপির ৬৮ লাখ ৫৪ হাজার টাকা ফেরত চলে যায়। এর আগেও দুইবার বরাদ্দ পাওয়া এডিপির অর্থে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে না পারায় অর্থ ফেরত দিতে হয়েছে।

হিসাবরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, এই প্রথম ২৮ জুন অর্থবছরের শেষ দিন নির্ধারণ করা হয়। এর আগে অর্থবছরের শেষ দিন ছিল ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।

এডিপির অর্থ ফেরত প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা বলেন, ঠিকাদারেরা কাজ করেছে। তাঁদের তো বিল দিতেই হবে। সার্ভার বন্ধ হয়ে যাওয়ায় হিসাবরক্ষণ বিভাগ অর্থ ছাড় করতে পারেনি। তবে অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সমস্যার সমাধান হবে বলে আশা করা যাচ্ছে। 

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত