হোম > সারা দেশ > রংপুর

রংপুরে বিনা মূল্যে ধান কাটতে কৃষক লীগের হটলাইন

রংপুর প্রতিনিধি

ধান পাকলেও শ্রমিকের অভাবে ধান ঘরে তোলা নিয়ে কৃষকেরা যখন শঙ্কায়, ঠিক তখনই হটলাইন সেবা চালু করেছে রংপুর মহানগর কৃষক লীগ। আর এই হটলাইনে ফোন পেয়ে এক কৃষকের এক একর জমির ধান কাটা ও মাড়াই করে ঘরে তুলে দিলেন সরকারদলীয় সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ শনিবার নগরীর হাজিরহাট থানার অভিরাম বত্তরের দোলায় সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁরা এ ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। রংপুরে কৃষক লীগের হটলাইন নম্বর: ০১৭১৬০৬১৪৭০। এই নম্বরে কল করলেই মিলবে সহায়তা।

কৃষক আমিনুর রহমান বলেন, ‘ধান কাটার মৌসুম আসলেই শ্রমিকসংকট দেখা দেয়। আমার পাকা ধান কাটার জন্য শ্রমিক পাইনি। কৃষক লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা আজ আমার একটি জমির ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন। আমি কৃষক লীগ ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

এদিকে ধান কাটায় অংশগ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনসহ স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের নেতারা।

রংপুর মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন বলেন, ‘রংপুর মহানগরী এলাকার মধ্যে শ্রমিকসংকট ও অর্থের অভাবে কোনো কৃষক ধান কাটা ও মাড়াই করতে পারছেন—এমন সংবাদ পাওয়া মাত্রই মহানগর কৃষক লীগের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।’

তুহিন আরও বলেন, ‘করোনার সময়েও রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছিল। এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশনা অনুযায়ী রংপুর মহানগর কৃষক লীগ সাধারণ কৃষকের পাশে দাঁড়িয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ