হোম > সারা দেশ > দিনাজপুর

ধর্মপুর শালবনে আবারও এসেছে একটি নীলগাই

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ঠিক এক বছরের মাথায় ভারত থেকে আবারও এসেছে বিলুপ্ত প্রায় প্রাণী ‘নীলগাই’। ধূসর রঙের এই নীলগাইটিকে আজ শনিবার সকাল থেকে ভারত সীমান্ত সংলগ্ন ধর্মপুর শালবন ও এর আশপাশে ছোটাছুটি করতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উৎসুক জনতা নীলগাইটিকে দেখতে ভিড় ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায় ভিড় করেন।

স্থানীয়রা জানান, সকালে ধর্মপুর শালবন ও আশপাশের জমিতে একটি ধূসর রঙের নীলগাইকে ছোটাছুটি করতে দেখতে পান তাঁরা। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই ভিড় করছেন ধর্মপুর শালবন ও আশপাশের এলাকায়। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বন বিভাগের কর্মকর্তা ও বিজিবির সদস্যরা। 

বন বিভাগের ধর্মপুর বিট কর্মকর্তা মো. মহসীন আলী বলেন, ‘শনিবার সকালে খবর পেয়ে আমরা এলাকায় ছুটে আসি। এটি নিরীহ একটি প্রাণী। তাই কেউ যাতে এই প্রাণীটিকে বিরক্ত বা ক্ষতি করতে না পারে এ জন্য বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা চেষ্টা চালাচ্ছি।’ 

উল্লেখ্য, গত বছরের ১৬ মার্চ ভারত থেকে আরও একটি নীলগাই ছুটে আসে ধর্মপুর শালবনে। এরপর দিনভর জনতার ধাওয়া খেয়ে প্রাণ হারায় বিলুপ্ত প্রায় নিরীহ এই প্রাণীটি। 

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড