হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় ডোবার পানিতে ডুবে মুয়াজ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে গঙ্গাচড়ার সদর ইউনিয়নের পূর্ব নবনীদাস গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মুয়াজ ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে। আজ সকালে বাড়ির সামনে ধান খেতে পানি সেচে মাছ শিকার করছিল আব্দুল মালেক। এ সময় মুয়াজের মা ছেলেকে মাছ রাখার জন্য পলিথিনের ব্যাগ দিয়ে তার বাবার কাছে পাঠিয়ে দেয়। ব্যাগ দিতে যাওয়ার সময় জমির পাশে ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। 

প্রতিবেশী অলিফা বলেন, ‘মুয়াজের মা ব্যাগ দিয়ে বাবার কাছে পাঠায়। এর কিছুক্ষণ পর ‍মুয়াজের বাবা বাড়িতে চলে আসে। এ সময় শিশুটির মা ছেলের কথা জিজ্ঞেস করে। তাকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজা-খুজির করে। পরে জমির পাশে ডোবায় নেমে খোঁজা-খুঁজি করলে একপর্যায়ে দেখে সে পানিতে ডুবে আছে। সেখান থেকে তুলো পেট থেকে পানি বের করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে খবর পেয়েছি, সেখানে আমাদের পুলিশ সদস্যরা পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ