হোম > সারা দেশ > গাইবান্ধা

দেশের অগ্রযাত্রায় ঈর্ষান্বিত আমেরিকা: সমবায় প্রতিমন্ত্রী 

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন-অগ্রগতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পরাশক্তি আমেরিকাসহ অনেকের সহ্য হচ্ছে না। তারা ঈর্ষান্বিত হয়ে নানা অপপ্রচার-অপতৎপরতা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচাৰ্য। 

আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পল্লি পণ্য মেলা ও উদ্যোক্তা সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 

স্বপন ভট্টাচাৰ্য বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন দেশ দিয়েছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার মানুষকে দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। তার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। এ আত্মনির্ভশীলতায় আমেরিকা ঈর্ষান্বিত হয়ে নানা কূটকৌশল অবলম্বন করছে।’ 

তিনি বলেন, ‘তাদের লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। কারণ, তারা এক সময়ে এ দেশে টাকা খাটায়ে সুদ খেত। তাদের টাকা ছাড়া এ দেশে ব্রিজ, মেট্রোরেল করা যেত না। আমাদের ভাত জুটতো না। আজ আমরা স্বনির্ভর হওয়ার কারণেই এসব অপতৎপরতা।’ 

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তাদের এহেন কর্মকাণ্ড এটাই প্রথম না। আমাদের মহান স্বাধীনতার সময়ও তারা বিরোধিতা করেছে।’ 

বিআরডিবির (গ্রেড-১) মহাপরিচালক আ. গাফ্ফার খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন, গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান প্রমুখ।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ