হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন, নতুন নাম ‘চিন্তামন সরকারি কলেজ’

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

ফুলবাড়ীর বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। কলেজটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘চিন্তামন সরকারি কলেজ’। গতকাল বুধবার (২৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের চিন্তামন এলাকায় ১৯৯৮ সালে আওয়ামী শাসনামলে বঙ্গবন্ধু কলেজটি প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে বঙ্গবন্ধু কলেজটি জাতীয়করণ করা হয়। এর আগে থেকেই এই উপজেলায় আরও একটি সরকারি কলেজ রয়েছে। যা ১৯৬৩ সালে ফুলবাড়ী কলেজ নামে প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৯ সালে ফুলবাড়ী কলেজকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে ফুলবাড়ীতে দুটি সরকারি কলেজ।

ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নবীউল ইসলাম বলেন, ‘সারা দেশে ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন প্রতিষ্ঠানে তার পরিবারের নাম দিয়েছিল। ওইসব প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সে অনুযায়ী ফুলবাড়ীতেও নাম পরিবর্তন করায় আমরা খুশি হয়েছি।’

আজ বৃহস্পতিবার দুপুরে পরিবর্তিত নাম চিন্তামন সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. নজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কলেজের নাম পরিবর্তনের চিঠি পেয়েছি। কলেজের পুরোনো সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে, নতুন করে সাইনবোর্ড বানাতে দেওয়া হয়েছে। এখন থেকে বঙ্গবন্ধু সরকারি কলেজের পরিবর্তে চিন্তামন সরকারি কলেজ নাম ব্যবহার করা হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম বলেন, ‘নাম পরিবর্তনের বিষয়টি আমি জানি না, তবে চিঠি পেলে জানতে পারব।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড