কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত যুবক আশিকুজ্জামান (২১) মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যুবকের স্বজন ও ফুলবাড়ী থানা-পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
আশিকুজ্জামানের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ফুলগাছ গ্ৰামে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে উপজেলার কবিরমামুদ (গাবেরতল) এলাকায় ফুলবাড়ী-লালমনিরহাট সড়কে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি। সেখানে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংর্ঘষে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করে নিয়ে গেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম আশিকুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ব্যাপারে ফুলবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের হয়েছে।