হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

অবসর সুবিধার নামে ঘুষ, উপজেলার দুই কর্মকর্তা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

দুদকের হাতে আটক কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অবসরকালীন সুবিধা পাইয়ে দেওয়ার নামে ঘুষ নেওয়ায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটরকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার এই অভিযান চালায় দুদক। আটক ব্যক্তিরা হলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামান ও অডিটর মো. হান্নান।

দুদক ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, গেদুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত নিরাপত্তাপ্রহরী মো. আব্দুল হামিদ অভিযোগ করেন, তাঁর অবসরকালীন সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রথমে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন হিসাবরক্ষণ কর্মকর্তা ও অডিটর। পরে ২২ হাজার টাকায় রফা হয়। ৫ ফেব্রুয়ারি মো. আব্দুল হামিদ তাঁর অবসরকালীন সুবিধার জন্য আবেদন করেন। এরপরই এই দুই কর্মকর্তা তাঁর কাছে ঘুষ দাবি করেন। বিষয়টি দুদক ঠাকুরগাঁও কার্যালয়ে জানালে তাঁরা একটি ফাঁদ মামলার পরিকল্পনা করে। আজ মো. আব্দুল হামিদ ৫ হাজার টাকা দিতে গেলে মো. হান্নানকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শেরিকুজ্জামানকেও আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ঠাকুরগাঁও দুদক সমন্বিত কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, আটক কর্মকর্তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করা হচ্ছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার