হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় আগুনে পুড়েছে ৫ বাড়ি ও ২৬ দোকান

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদরের হাট লক্ষ্মীপুর বাজারে পাঁচটি বসতবাড়ি ও ২৬টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, হাট লক্ষ্মীপুর বাজারে গরুর হাটের পাশের একটি ঘরে আজ শুক্রবার সকালে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছান। ততক্ষণে দোকানপাটসহ আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পাঁচটি বসতবাড়িসহ ২৬টি দোকান পুড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গাইবান্ধা সদর ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন বলেন, ‘আজ সকাল ৭টার দিকে খবর আসে, হাট লক্ষ্মীপুর বাজারে আগুন লেগেছে। আমরা তাৎক্ষণিক রওনা দিই। ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে এলেও পাঁচটি বাড়িসহ ২৬টি দোকান পুড়ে গেছে।

জাকির হোসেন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, বাজারের একটি হোটেলের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৪ লাখ টাকা ধরা হয়েছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত