হোম > সারা দেশ > রংপুর

কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করে পদক পেতে যাচ্ছে ফুলবাড়ীর কিশোর

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

কৃষি জমিতে কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করেছে দিনাজপুর ফুলবাড়ীর কিশোর সবুজ সরদার (১৭)। তার এই উদ্ভাবনের জন্য ব্যক্তিগত ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৩’ খুদে উদ্ভাবক হিসেবে মনোনীত হয়েছে সে। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. কামহ্ তমাল। তিনি জানান, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল পদক ২০২৩’ এর ব্যক্তিগত ক্যাটাগরিতে খুদে উদ্ভাবক ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রীর হাতে শেখ রাসেল পদক পেতে যাচ্ছে সবুজ সরদার। তার এই সফলতায় আমরা অত্যন্ত গর্বিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ 

সবুজ উপজেলার শিবনগর ইউনিয়নের মহেশপুর গ্রামের ভ্যানচালক একরামুল হকের ছেলে। সে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের একাদশ শ্রেণির ছাত্র। 

দেশের কৃষি খাতকে উন্নত করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করে সবুজ। এই ড্রোন দিয়ে কৃষি জমিতে কীটনাশক স্প্রে করা যাবে, সেই সঙ্গে ফায়ার সার্ভিসের ব্যবহৃত যন্ত্রের মতো আগুন নেভানোর কাজেও ব্যবহার করা যাবে দাবি বলে তার। 

কিশোর সবুজ সরদার বলে, ‘আমি কৃষক ঘরের ছেলে। ছোট থেকেই দেখছি বাবা জমিতে খুব কষ্টে কাজ করছেন। বাবার কষ্টের কথা চিন্তা করে কষ্ট লাঘব করার জন্য কীটনাশক ছিটানোর ড্রোন তৈরি করি। পরে এটি দেশের অন্যতম উদ্ভাবন হয়ে ওঠে। আমি শেখ রাসেল পদক ২০২৩ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত। ভবিষ্যতে নতুন নতুন উদ্ভাবন করে দেশের কৃষির জন্য কিছু করার চেষ্টা করব।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী বুধবার সারা দেশব্যাপী তৃতীয়বারের মতো জাতীয়ভাবে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদ্‌যাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত শেখ রাসেল দিবস ২০২৩ এর উদ্বোধনী ও শেখ রাসেল পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উপস্থিত থেকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করবেন। 

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমে সবুজ সরদার চালক বিহীন উড়োজাহাজ নির্মাণ করে আলোচিত হন। পরে ওই বছরেই সবুজ তৈরি করেন কৃষিবান্ধব কীটনাশক ছিটানো ড্রোন। যা গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী সাড়া ফেলে। এরই প্রেক্ষিতে ২০২৩ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ ও বিকাশ প্রতিযোগিতায় দেশের ১৭ জন উদ্ভাবকের মধ্যে প্রথম স্থান অধিকার করেন সবুজ।

পীরগাছায় দিনের বেলায় কেটে রাখা জমির ধান লুটের অভিযোগ

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড