হোম > সারা দেশ > রংপুর

অল্প সময়ে পাঠকের আস্থা অর্জন করেছে আজকের পত্রিকা

কুড়িগ্রাম প্রতিনিধি

শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে আগত অতিথিরা জানিয়েছেন, পত্রিকাটি অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে।

আজ সকালে কুড়িগ্রাম শহরের টেলিভিশন সাংবাদিক ফোরাম ভবনে বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়। কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান।

অনুষ্ঠানে আব্রাহাম লিংকন বলেন, পত্রিকাটি মাত্র দুই বছর অতিক্রম করেছে। এখনো হয়তো হাঁটা শেখেনি। কিন্তু শিশু বয়সেই যে পথ অতিক্রম করেছে, তা প্রশংসার দাবিদার। পত্রিকাটির প্রাণ আছে। এটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা জানান তিনি।

জ্যেষ্ঠ সাংবাদিক সফি খানের মতে, আজকের পত্রিকার বড় বৈশিষ্ট্য হলো এটি প্রধান সংবাদগুলোতে ঘটনার ভেতরের তথ্যগুলো সুনিপুণভাবে তুলে ধরে। আবার জেলা, উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের সাংবাদগুলোর চুম্বকীয় অংশগুলো এমনভাবে উপস্থাপন করে, যা পাঠককে আকৃষ্ট করে। আরেকটি বৈশিষ্ট্য হলো এর ছাপার অক্ষরগুলো তুলনামূলক বড়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি নাসির উদ্দিন বলেন, পত্রিকাটি জেলা ও উপজেলা পর্যায়ের অনেক অজানা সংবাদ বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করছে। তিনি বর্ষপূর্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি ইমতে আহসান শিলু, সাংবাদিক শ্যামল ভৌমিক, বাদশা সৈকত, গোলাম মওলা সিরাজ, তুহিন জামান, জাহিদুল ইসলাম, সুজন মোহন্ত, রাশেদুল ইসলাম, ফজলুল করিম ফারাজি, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, ফুলবাড়ী প্রতিনিধি আমিনুল ইসলাম, ভূরুঙ্গামারী প্রতিনিধি শামসুজ্জোহা সুজন, চিলমারী প্রতিনিধি মমিনুল ইসলাম প্রমুখ।

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু