রংপুরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পশু-পাখির ওষুধ ও খাদ্য বিক্রির করায় তিন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ বাজারে প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম। অভিযানে শাহীন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, তুরফা ফার্মেসিকে ৩ হাজার টাকা ও হক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম বলেন, তারাগঞ্জ বাজারের তিনটি পশুখাদ্যের দোকান ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তাদের পশু খাদ্য বিক্রির লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোট ৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।