হোম > সারা দেশ > রংপুর

লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

রংপুর প্রতিনিধি

রংপুরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পশু-পাখির ওষুধ ও খাদ্য বিক্রির করায় তিন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ বাজারে প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম। অভিযানে শাহীন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, তুরফা ফার্মেসিকে ৩ হাজার টাকা ও হক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম জানান, তারাগঞ্জের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন বহু ফার্মেসি গড়ে উঠেছে। সেগুলোতে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রতারিত হচ্ছেন। এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণে মৎস্য ও পশুখাদ্য আইনের ধারা অনুযায়ী তারাগঞ্জ বাজারের বিভিন্ন পশু খাদ্যের দোকান ও ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম বলেন, তারাগঞ্জ বাজারের তিনটি পশুখাদ্যের দোকান ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তাদের পশু খাদ্য বিক্রির লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোট ৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু