হোম > সারা দেশ > রংপুর

লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধ বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

রংপুর প্রতিনিধি

রংপুরের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পশু-পাখির ওষুধ ও খাদ্য বিক্রির করায় তিন ব্যবসায়ীকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে তারাগঞ্জ বাজারে প্রাণিসম্পদ দপ্তরের সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও তারাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম। অভিযানে শাহীন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, তুরফা ফার্মেসিকে ৩ হাজার টাকা ও হক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। 

প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম জানান, তারাগঞ্জের হাট বাজারগুলোতে লাইসেন্সবিহীন বহু ফার্মেসি গড়ে উঠেছে। সেগুলোতে ক্ষতিকারক প্রাণী খাদ্য ও ওষুধ বিক্রি হচ্ছে। কৃষক ও খামারিরা এসব দোকানে গিয়ে প্রতারিত হচ্ছেন। এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই নিরাপদ প্রাণিজ খাদ্য নিশ্চিতকরণে মৎস্য ও পশুখাদ্য আইনের ধারা অনুযায়ী তারাগঞ্জ বাজারের বিভিন্ন পশু খাদ্যের দোকান ও ওষুধের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিন্নাতুন ইসলাম বলেন, তারাগঞ্জ বাজারের তিনটি পশুখাদ্যের দোকান ও ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় তাদের পশু খাদ্য বিক্রির লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোট ৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস