হোম > সারা দেশ > পঞ্চগড়

রোদের মধ্যে প্রাইভেট কার ধোয়ার সময় ‘হিট স্ট্রোকে’ চালকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ‘হিট স্ট্রোকে’ হাসান আলী (৪০) নামে এক ব্যক্তির মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। 

হাসান আলী পেশায় একজন প্রাইভেট কারচালক। তিনি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবার নাম হাশেম আলীর। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কালীগঞ্জ বাজারসংলগ্ন সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে প্রাইভেট কার ধোয়ার জন্য কার নিয়ে যান আহসান আলী। সেখানে গাড়ি পরিষ্কার করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া সালেহা মৌ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আহসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।’

দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, ‘গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজকে সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।’

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল