হোম > সারা দেশ > পঞ্চগড়

রোদের মধ্যে প্রাইভেট কার ধোয়ার সময় ‘হিট স্ট্রোকে’ চালকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে ‘হিট স্ট্রোকে’ হাসান আলী (৪০) নামে এক ব্যক্তির মারা গেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। 

হাসান আলী পেশায় একজন প্রাইভেট কারচালক। তিনি দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর বাবার নাম হাশেম আলীর। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে কালীগঞ্জ বাজারসংলগ্ন সুকাতু প্রধান উচ্চবিদ্যালয়ের পুকুরপাড়ে প্রাইভেট কার ধোয়ার জন্য কার নিয়ে যান আহসান আলী। সেখানে গাড়ি পরিষ্কার করছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে ব্যর্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। 

আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুরাইয়া সালেহা মৌ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় আহসান আলীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় তাঁর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, হিট স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে।’

দেবীডুবা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় বলেন, ‘গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আজকে সকালে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড