হোম > সারা দেশ > রংপুর

গোবিন্দগঞ্জে বাসচাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

পলাশবাড়ী ও গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে আব্দুল লতিফ (২৪) ও পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের এনামুল হকের ছেলে রোহান মিয়া (২৪)। অপর দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা বলছে, বিকেলে তোহা পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে উপজেলা তালুককানুপুর ইউনিয়নের তালতলা এলাকায় সিএনজিচালিত যাত্রীবাহী একটি অটোরিকশাকে বাসটি পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে পলাশবাড়ীতে জব্দ করা হয়েছে। চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা