হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরের পল্লিতে কমলাকান্ত (৭০) নামের এক বৃদ্ধ কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কমলাকান্ত ওই গ্রামের বাসিন্দা।

নিহতের ছেলে সঞ্জয়কান্ত বলেন, তাঁর বাবা কমলাকান্ত সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপালগঞ্জ বাজার থেকে চা-পান খেয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির নিকটবর্তী বানিয়াপাড়া গ্রামে ফাঁকা মাঠে কে বা কারা তাঁকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এ সময় পথচারীরা আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁর বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেন বলেন, বৃদ্ধের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। কিন্তু কারা, কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার